Tuesday, January 31, 2023

প্রশ্নঃ বেগুনের ফল ও কাণ্ড পচাঁ রোগের লক্ষন ও প্রতিকার কি আলোচনা করুন।

উত্তরঃ জানা মতে ফোমপসিস ভেক্সান্স নামক এক প্রকার ছত্রকের আক্রমণে ফল ও কাণ্ড পচাঁ রোগ হয়ে থাকে। এ রোগটি বীজ, আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ এবং মাটির মাধ্যমে সংক্রমিত হয়। কোন কোন সময় গাছে পুষ্টির অভাব দেখা দেয় ফলে এ রোগ বেড়ে যায়।আর্দ্র আবহাওয়া এবং অধিক তাপমাত্রার কারনে এ রোগ দ্রুত বৃদ্ধিপায় এবং বেগুন ফসলের প্রচুর ক্ষতি হয়।সাধারণত নীচের পাতায় প্রথমে দাগ দেখা যায় এবং দাগগুলো স্পষ্ট গোলাকার ও ধুসর বাদামী রং ধারণ করে। মাটির উপরি ভাগের কান্ড হঠাৎ করে সরু হয়ে যায়। দাগগুলোর বয়স হলে অনেক কালো কালো দেখা যায়। যে পাতা গুলো বেশি আক্রান্ত হয় সেগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। মাঝে মাঝে গাছের বাকল খসে পড়ে এবং ভিতরের কাঠ বেরিয়ে পড়ে। আক্রান্ত বেগুন গুলোতে ফ্যাকাশে বসানো দাগ পড়ে এবং আক্রান্ত স্থানে বাদামী ক্ষতের সৃষ্টি হয়। আক্রান্ত ফল খুব দ্রুত পচে যায় এবং এক পর্যায়ে বেগুন গাছ মরে যায়। ****প্রতিকার বা রক্ষা আলোচনা করা হইল- সবসময় সুস্থ ও নীরোগ বেগুন থেকে বীজ সংগ্রহ করতে হবে।যে সকল বীজ কুচকানো ও কালো সে বীজগুলো ব্যবহার করা উচিত নয়।এই ছত্রাকটি আক্রান্ত গাছের পরিত্যাক্ত অংশে বছরের পর বছর বেচেঁ থাকে। তাই আক্রান্ত গাছ ও পাতা পুড়িয়ে ধ্বংস করতে হবে।কার্বেন্ডাজিম (অটোস্টিন) প্রতি লিটার পানিতে ২ গ্রাম ভালোভাবে মিশিয়ে ৭দিন পরপর জমির সকল গাছে ২বার স্প্রে করতে হবে।

No comments:

Post a Comment