Tuesday, January 31, 2023

প্রশ্নঃ বেগুন গাছের গোড়া পচাঁ রোগের লক্ষন ও প্রতিকার আলোাচনা করুন।

উত্তরঃ আমাদের দেশের চাষীদের জন্য একটি বড় সমস্যা হলো বেগুন গাছের গোড়া পচে যাওয়া ও গাছ মড়ে যাওয়া। এই রোগের কারণে চাষীদের অনেক সময় ক্ষতির মুখে পড়তে হয়। সস্কেলোরোসিয়াম রফসি নামক ছত্রাকের আক্রমন কারনে বেগুন গাছে এ রোগ হইয়া থাকে এবং এই রোগটি যে কোন বয়সের গাছে হইয়া থাকে। ****প্রতিকার বা রক্ষা আলোচনা করা হইল- জমির সকল গাছগুলোকে মেনকোজেব ও কার্বেনডাজিম গ্রুপের ছত্রাকনাশকসঠিক নিয়মে প্রতি লিটার পানিতে ২ গ্রাম মিশিয়ে বেগুন গাছে স্প্রে করলে এ রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। কোন সময় বাগানে আক্রান্ত গাছ দেখা গেলে দেরি না করে সাথে সাথে আক্রান্ত গাছ উঠিয়ে দুরবতী স্থানে মাটির নিচে পুতে ফেলতে হবে। বেগুন চাষ পদ্ধতির উপর ধারনা থাকলে সহজেই উপকার পাওয়া যায়।

No comments:

Post a Comment