Tuesday, January 31, 2023

প্রশ্নঃ বেগুনের জাত সমুহ আলোচনা করুন।

উত্তরঃ বেগুনের জাত সমুহ আলোচনা করা হইল- আমাদের দেশে সারা বছর বেগুন চাষ করা হলেও সব জাতগুলো সব সময় চাষ করা যায় না। দেশের বিভিন্ন জেলাগুলোতে স্থানীয় ফসল হিসাবে বিভিন্ন জাতের বেগুন চাষ করা হয়। ভাল ফলন পেতে হলে ভাল মানের জাত র্নিবাচন করা দরকার। মৌসুম ভিত্তিতে সব জাত গুলোকে দুই ভাগে ভাগ করা হয় যেমন– শীতকালীন জাত ও বারমাসী জাত। শীতকালীন জাতের বেগুন কেবল মাত্র রবি মৌসুমেই চাষ করা হয়ে থাকে কারণ এ জাতের বেগুন শুধু মাত্র রবি মৌসুমেই ফল দিয়ে থাকে। আর বারমাসী জাতের বেগুন সারা বছরই চাষ করা যায়। ****স্থানীয় জাত বেগুন গুলো হইল- তাল বা তল্লা বেগুন, কেজি বেগুন ইসলামপুরী, উত্তরা, লাফফা, নয়নকাজল, রাখাইন বেগুন, খটখটিয়া, সাহেব বেগুন, উত্তরা, লাফফা, নয়নকাজল, ইত্যাদি জাত বলে লোকজন বলে থাকে। ****হাইব্রিড বেগুন জাতগুলো হইল- হাইব্রিড বেগুন নয়নতারা (বারি বেগুন ৫), চমক এফ১, বিটি বেগুন,বিজয়, পার্পল কিং, কাজলা (বারি বেগুন ৪), তারাপুরী (বারি বেগুন ২), শুকতারা, ডিম বেগুন, পার্পল কিং, মুক্তকেশী ইত্যাদি জাত আছে।

No comments:

Post a Comment