Tuesday, January 31, 2023

প্রশ্নঃ বেগুন চাষের উপযোগী মাটি ও জলবায়ু এবংরোপন পদ্ধতি।

উত্তরঃ আমাদের দেশের বেলে দোআঁশ বা ভারী এঁটেল মাটি সহ প্রায় সব ধরনের মাটিতেই বেগুন চাষ করা হয়। বেগুন সাধারণত ২০ থেকে ৩০ ডিগ্রি তাপমাত্রায় ভাল ফলন হয়। তাপমাত্রা কমবেশি হলে বেগুনের ফুল ও ফল ধারণ ব্যাহত হয়। ব শীতকালীন জলবায়ু বেগুন চাষের জন্য খুবই উপযোগী। বেগুন চাষের জন্য উর্বর জমি হতে হবে ।আমাদের দেশে প্রায় সব মাটিতে বেগুন চাষ কর হয়ে থাকে।, দো-আঁশ, এটেল দো-আঁশ ও পলি মাটিতে বেগুনের ফলন খূব ভালো হইয়া থাকে । যযে সকল জমিতে বৃষ্টির পানি জমে থাকে না এমন জমি নির্বাচন করে বেচে নিতে হবে। জমি তৈরি করার জন্য প্রায় ৬বার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা করিয়া উপযুক্ত করিয়া তুলিতে হবে।পরিমান মত সার ও কিট নাষক দিয়া জমি ভালো ভাবে চাষ করার পরে বেগুনের জাত ভেদে বেড প্রস্তুত করতে হবে। চারার বয়স যখন ৩৫-৪৫ দিন হইলে চারা তুলিয়া রোপন করিতে হবে। চারা রোপন করার পর কয়েক দিন অল্প অল্প করিয়া চারায় পানি দিতে হবে না হইলে চারা মরিয়া যাইবে।হয়। চারা লাগানের সঠিক সময় বিকালের সময়। বেগুনের জন্য ৭৫ সে.মি থেকে ৯০ সে.মি দুরে সারি করে ৫০-৬০ সে.মি দুরে দুরে চারা লাগাইতে হবে।

No comments:

Post a Comment