উত্তরঃ খাওয়ার উপযোগী বেগুন সংগ্রহের সময় সাবধানে সংগ্রহ করতে হবে। সম্পূর্ণ পরিপক্ক হওয়ার আগেই সংগ্রহ করতে হয়। সাধারণত ফুল ফোটার পর থেকে ফল পেতে ১ মাস সময় লাগে। লক্ষে রাখতে হবে গাছে যেন আঘাত না লাগে।  জাত ভেদে হেক্টর প্রতি ১৫ হইতে ৬০  টন ফলন পাওয়া সম্ভব।
আমাদের দেশের কৃষক  গণ যদি সঠিক নিয়মে বেগুন চাষ পদ্ধতি জেনে বুঝে চাষ করে তাহলে তারা কোন লোকশান এর আয়তাই আসবেনা বরং বহুগুন লাভবান হবে।
very nice
ReplyDelete