Friday, January 20, 2023

প্রশ্নঃ ছাদ বাগানে কি কি গাছ লাগানো যাায় আলোচনা করুন?

উত্তরঃ ছাদে বাগান করার সময় আমাদের লক্ষ রাখিতে হইবে যে, গাছটি যেন কোন ভাবেই বড় রকমের না হয়। সেইজন্য ছোট আকারের গাছ লাগাতে হবে এবং ছোট আকারের গাছে যেন বেশি ফল ধরে সেই জন্য হাইব্রিড জাতের ফলদ গাছ লাগাইতে হবে। জলপাই, করমচা, শরিফা, আম, পেয়ারা, আপেল কুল, ডালিম, পেঁপে আতা, আমড়া, লেবু, এমনকি কলা গাছও লাগানো যাবে। ছাদ গাছ বাগানের প্রথম শর্ত হচ্ছে, গাছ বাছাই। জেনে, বুঝে, ভালো নার্সারি থেকে গাছ সংগ্রহ করে নিতে হবে। অতি ছোট বা বেঁটে প্রজাতির অতিদ্রুত বর্ধনশীল ও ফল প্রদানকারী গাছ হলো ছাদ বাগানের জন্য উত্তম গাছ। ছাদে বীজের চারা লাগানো যাবেনা সেইজন্য কলমের চারা লাগালে অতিদ্রুত ফল পাওয়া যায়। আজকাল বিভিন্ন ফলের গুটি কলম, চোখ কলম ও জোড় কলম পাওয়া যাচ্ছে। ছাদ বাগানের জন্য এইসব কলমের চারা সংগ্রহ করে লাগালে ভালো হবে। টবে আলফানসো, বেঁটে প্রজাতির বারোমেসে, লতা, ফিলিপাইনের সুপার সুইট, রাঙ্গু আই আম্রপালি আম চাষ করা যাইতে পারে। মালটা, নারকেলি লেবু, লেবুর মধ্যে কাগজিলেবু, কমলা, , কামকোয়াট, বাতাবিলেবু (অ্যাসেম্বল), ইরানিলেবু, টবে খুবই ভালো হয়। ইহা ছাড়া বাউকুল, আপেলকুল, নারিকেলকুল, লিচু, থাইল্যান্ডের মিষ্টি জলপাই, কলমের শরিফা, কলমের কদবেল, কলমের জলপাই, ডালিম, স্ট্রবেরি, থাইল্যান্ডের লাল জামরুল, গ্রিন ড্রপ জামরুল, আপেল জামরুল, আঙ্গুর পেয়ারা, থাই পেয়ারা, ফলসা, খুদে জাম, আঁশফল, জোড় কলমের কামরাঙা, এমনকি ক্যারালা ড্রফ প্রজাতির নারিকেলের চাষ করা যেতে পারে। সঠিক জাতের চারা হলে এক বছরের মধ্যেই ফল আসে। আজকাল বিদেশ থেকে উন্নত মানের কিছু চারা কলম সংগ্রহ করে লাগাতে পারেন। পেয়ারা, সফেদা, বাহারি পাতার জামরুল গাছ এবং বিভিন্ন নার্সারিতে এগুলো এখন কিনতে পাওয়া যাচ্ছে। এসব গাছ ছাদে বাগানে লাগানো হইলে ছাদ বাগানের সৌন্দার্য বহুগুন বৃদ্ধি পাবে।

No comments:

Post a Comment